ধরুন আপনি একটা পুরনো ডেক্সটপ কিনতে চান । সেক্ষেত্রে কেমন কনফিগারেশনের উপর কি রকম দাম হতে পারে তা কিভাবে জানবেন দেখুন?

sandhansp.blogspot.com

ধরুন আপনি একটা পুরনো ডেক্সটপ কিনতে চান । সেক্ষেত্রে কেমন কনফিগারেশনের উপর কি রকম দাম হতে পারে  তা কিভাবে জানবেন দেখুন?




কত দিন ব্যবহৃত কম্পিউটার কেনা হচ্ছে
তার উপর দাম নির্ভর করে তবে প্রধান বিষয় কনফিগারেশন।  
পিসিতে যে কনফিগারেশন আছে তার বর্তমান
মার্কেট প্রাইস জানুন, যদি ওয়ারেন্টি না থাকে
তাহলে সেম কনফিগারেশনের নতুন পিসির যে দাম
তা হতে অর্ধেক দাম বা তার কম দাম দিয়ে কিনবেন।
যদি এমন হয় ৬/১২ মাস ব্যবহৃত তাহলে দামাদামি
করে সেম কনফিগারেশনের নতুন পিসির যে দাম
তার এক তৃয়াংশ দিয়ে বা এর থেকে কম দাম দিয়ে কিনতে পারেন। 
বিক্রেতার উল্লেখিত কনফিগারেশন ঠিক মতো
আছে কি না, কোনো সমস্যা আছে কি না তা ভালো
করে যাচাই করে নিবেন, প্রয়োজনে কম্পিউটার
সম্পর্কে অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে যাবেন।

Comments

Popular posts from this blog

সার্কিট ব্রেকার লাগানোর নিয়ম কি?

তারের গাঁয়ে যে তারের সাইজ RM দিয়ে প্রকাশ করা হয় এই RM মানে কি দেখুন

ক্যাপাসিটর কি?