ট্রান্সফরমার কাকে বলে?

ট্রান্সফরমার কাকে বলে?

যে ইলেকট্রিকাল যন্ত্র বা মেশিনের মাধ্যমে উহার পাওয়ার ও ফ্রিকুয়েন্সি অপরিবর্তিত রেখে এক সার্কিট থকে আরেক সার্কিটে কোন প্রকার ইলেকট্রিকাল সংযোগ ছাড়াই ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে বৈদ্যুতিক শক্তিকে স্থানান্তর করা যায় তাকে ট্রান্সফরমার বলে । ইহা একটি স্থির ইলেকট্রিকাল ডিভাইস । ট্রান্সফরমারে দুটি বর্তনী বা সার্কিট বা সাইড থাকে, একটি প্রাইমারি (সাপ্লাইয়ের সহিত সংযোগ থাকে) আর অন্যটি সেকেন্ডারি (যেখান থেকে লোডে সরবরাহ করা হয়) এবং কয়েল দুটি সাধারণত এনামেল ইন্সুলেশন যুক্ত তামার তারের হয়ে থাকে ।

যে যন্ত্র উ"চ আরোহী তড়িৎ প্রবাহকে নিম্ন আরোহী তড়িৎ প্রবাহে বা নিম্ন আরোহী তড়িৎ প্রবাহকে উ"চ আরোহী তড়িৎ প্রবাহে রূপান্তর করে তাকে ট্রান্সফরমার বলে।


সহজ কথায় বলা যায়, এমন একটি ইলেক্ট্রনিক/ইলেকট্রিক্যাল যন্ত্র যেটি ইনপুট হিসেবে ইলেক্ট্রিক পাওয়ার নিয়ে আউটপুটেও ইলেকট্রিক পাওয়ার দিবে, কিন্তু এদের মধ্যে কোন তারের সংযোগ থাকবে না।
কিন্তু, তাত্ত্বিক ভাবে বলতে গেলে বলতে হবে, ”ট্রান্সফরমার এমন একটি স্থির যন্ত্র বিশেষ যেখানে কারেন্টের সাপেক্ষে, এসি সাপ্লাই এর ভোল্টেজ বাড়ানো হয় নয়ত কমানো হয়”

Comments

Popular posts from this blog

সার্কিট ব্রেকার লাগানোর নিয়ম কি?

তারের গাঁয়ে যে তারের সাইজ RM দিয়ে প্রকাশ করা হয় এই RM মানে কি দেখুন

ক্যাপাসিটর কি?