আর্থিং এর কাজ কি

sandhansp.blogspot.com

আর্থিং এর কাজ কি ?





আর্থিং অর্থ হচ্ছে নিরপেক্ষ অনাকাঙ্খিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতিকে মানুষকে রক্ষা করতে এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতু অখবা মেটাল নির্মিত বহিরাবরণ থেকে বৈদ্যুতিক কারেন্টকে কোনো পরিবাহীর দ্বারা পৃথিবীর মাটিতে প্রেরণ করার ব্যবস্থা কে আর্থিং বলে

***আর্থিং এর প্রয়োজনীয়তা:
ত্রুটির  সময় কারেন্ট কে মাটিতে যাতে নিরাপদে প্রেরণ করা, যাতে রক্ষন যন্ত্র বা নিরাপত্তা যন্ত্রপাতি ত্রুটিপূর্ণ সার্কিট কে বিছিন্ন করতে পারে
সিস্টেমের যে কোন অংশে বিভব যেন মাটির তুলনায় একটি নির্দিষ্টমানে থাকে, তার ব্যবস্থা করা
ত্রুটির সময় যন্ত্রপাতির ভোল্টেজ যেন মাটির তুলনায় বিপদজনক পর্যায় না পৌছায় তা নিশ্চিত করা

***আর্থ
বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতব আবরন থ্রি ফেজ ফ্যোর ওয়্যার সিস্টেমের নিউট্রাল ওয়্যারকে মাটির সাথে যথাযথভাবে সংযুক্ত করাকে আর্থিং বলা হয় নিউট্রাল - ফেজ লাইনের বিপরীত পরিবাহি ওয়্যারকে নিউট্রাল বলে বাসা বাড়িতে আর্থিং এর রোধ থেকে এর মধ্য হওয়া উচিত । নিউট্রাল লাইনের রোধ শূন্য ধরা হয় ফেজ এবং নিউট্রালের পটেনশিয়াল পার্থক্য বাংলাদেশে ২২০v যদি আর্থ লাইনে রোধ শূন্য হয় তাহলে ফেজ এবং আর্থের পটেনশিয়ার পার্থক্য ২২০v হবে ।


Comments

Popular posts from this blog

সার্কিট ব্রেকার লাগানোর নিয়ম কি?

তারের গাঁয়ে যে তারের সাইজ RM দিয়ে প্রকাশ করা হয় এই RM মানে কি দেখুন

ক্যাপাসিটর কি?