রিলে কি?

আচ্ছা রিলে সুইচ কি?
রিলে বলতে আমরা বুঝি কোন কিছু এমপ্লিফাই করা বা বৃদ্ধি করা।
এখন তবে রিলে সুইচের একটা অর্থ দাড়ায়, এটা নিশ্চয়ই কোন কিছু বিবর্ধিত করে।
অনেকটাই তাই, কিন্তু ততোটা নয়।
ধরুন, আপনি একটা সার্কিট বানালেন যেটা ২৪ ভোল্টে অপারেট করে। এখন এটা হয়ত কোনও একটা  বাতিকে নির্দিষ্ট সময় পরপর জ্বালিয়ে দেয়। কিন্তু আমরা যদি এলইডি এর বদলে হাই ভোল্টেজ অপারেশন চালাতে চাই তবে কাজ করবে না। কারন ২২০ ভোল্টের বাল্ব ৫ ভোল্টে চলে না। এখানে এটি ২৪ ভোল্ট দিয়ে অন্য একটি ২২০ ভোল্টের বাতির সুইচ অন অফ করার কাজ করে দেবে।
এখানে আমাদের সাহায্য করবে রিলে সুইচ।
সে ২৪ ভোল্টে চালু হয়ে ২২০ ভোল্টের সুইচ অন অফ করার কাজটা করে দেবে হাতের ছোঁয়া ছাড়াই।
রিলে সুইচ দুই রকমের হতে পারে,
  1. ইলেক্ট্রো মেকানিক্যাল
  2. সলিড ষ্টেট
ইলেক্ট্রো মেকানিক্যাল রিলে সুইচ সাধারণ কাজে ব্যবহার হয়। এদের ভেতর স্প্রিং, ইলেক্ট্রো ম্যাগনেট ইত্যাদি মেকানিক্যাল যন্ত্রাংশ থাকে। এরা সেকেন্ডে ৫০ থেকে ১০০ বার অন অফ এর কাজ করতে পারে।
সলিড ষ্টেটে এতো কিছু থাকে না। এরা সাধারণত সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে তৈরি হয়। সেকেন্ডে হাজার থেকে লক্ষবার অন অফ করতেও এর কোনও সমস্যা হয় না।



Comments

Popular posts from this blog

সার্কিট ব্রেকার লাগানোর নিয়ম কি?

তারের গাঁয়ে যে তারের সাইজ RM দিয়ে প্রকাশ করা হয় এই RM মানে কি দেখুন

ক্যাপাসিটর কি?