সার্কিট ব্রেকার লাগানোর নিয়ম কি?
সার্কিট _ব্রেকার (Circuit Breaker) আমরা কমবেশি সবাই দেখেছি। মূলত প্রচলিত কাট আউট, ফিউজ এর আধুনিক রূপ এটি। এই গুরুত্বপূর্ণ জিনিসটি আপানার আমার বাসা-বাড়ির সকল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক যন্ত্রপাতিকে রক্ষা করে। কিন্তু কিভাবে এটি কাজ করে তা অনেকেই জানিনা। আজকে তাই নিয়েই লিখছি। একই সাথে কতো মানের সার্কিট ব্রেকার ব্যবহার করা উচিৎ ও সার্কিট ব্রেকার লাগানোর নিয়ম নিয়েও লিখবো। পরিচ্ছেদসমূহ [ আড়াল করুন ] 1 সার্কিট ব্রেকার কি? 2 উৎপত্তি 3 দেখতে কেমন? 4 আভ্যন্তরীন গঠন 5 সার্কিট ব্রেকারের সিম্বল 6 সার্কিট ব্রেকার কত প্রকার 7 কিভাবে কাজ করে সার্কিট ব্রেকার 7.1 ইলেকট্রো ম্যাগনেটিক টাইপ সার্কিট ব্রেকারের ক্ষেত্রে 7.2 থার্মাল ওভার লোড টাইপ সার্কিট ব্রেকার 7.3 ইলেকট্রনিক ওভার লোড টাইপ সার্কিট ব্রেকার 8 সার্কিট ব্রেকার ব্যবহারের সুবিধাবলী 9 সার্কিট ব্রেকার ট্রিপ (Trip) করে কখন? 10 সার্কিট ব্রেকার লাগানোর ওয়্যারিং ডা...