বৈদ্যুতিক ফ্রিকুয়েন্সি কি দেখুন?
http://sandhansp.blogspot.com/ বৈদ্যুতিক ফ্রিকুয়েন্সি কি দেখুন? অর্ধ পজেটিভ ও অর্ধ নেগেটিভ তড়ি ৎ প্রবাহের সমষ্টিকে সাইকেল বলে।এই সাইকেল পূর্ণ হতে যে কৌণিক দুরত্বের প্রয়োজন তাহা মেকানিক্যাল ৩৬০ ডিগ্রীর সমান।ইহার কোন একক নাই । এক সেকেন্ডে যতগুলি সাইকেল হয় তাহাকেই ফ্রিকুয়েন্সি বলে। ৫০ টি পূর্ণ সাইকেল উৎপন্ন করিতে ১ সেকেন্ড সময়ের প্রয়োজন হয় । ফ্রিকুয়েন্সিকে (f) দ্বারা প্রকাশ করা হয়।ইহার একক হার্টজ (Hz) । বাংলাদেশের বৈদ্যুতিক লাইনের ফ্রিকুয়েন্সি ৫০ হার্টজ (Hz) ।